পূর্বধলা উপজেলা সদর
পূর্বধলা উপজেলা সদর হতে ০৫ কিঃমিঃ পূর্বদিকে অবস্থিত।
0
১৯৬২ সালে প্রতি থানাতে সার্কেল অফিস স্থাপনের আদেশ হয় তখন থেকেই নারায়নডহর ছিল সব দিকেই প্রসিদ্ধ। ১৮৮৩ সাল থেকে ১৯৬৮ সাল পর্যন্ত এ অঞ্চলের টেলিযোগাযোগ কেন্দ্রটি নারায়নডহরে ছিল। বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে সর্ব প্রথম ১৮৪৬ সালে মাধ্যমিক ইংরেজী বিদ্যালয়টি নারায়নডহরে প্রতিষ্ঠিত ছিল। অষ্টাদশ শতাব্দীর প্রারম্ভে সুসং বংশীয় রাজকুমারী বরদাদেবী ও প্রানদাদেবীর অংশ ক্রয় থেকে ক্রয় মূল্যে প্রতিষ্ঠিত নারায়ন ডহরের জমিদারী।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস