উৎপত্তি ও নাম করণঃ
পূর্বধলা থানা স্থাপিত হয় ১৯১৭ সালে এবং ১৯৮৩ সালে এই থানা উপজেলায় রূপান্তরিত হয়। মোঘল আমল থেকেই অত্র উপজেলায় সংস্কৃতির ছোঁয়া লাগে। উক্ত সময়ে অত্র উপজেলার সোনাই কান্দা ও লালচাপুর গ্রামে নির্মিত মসজিদ দু’টি অত্র এলাকার জনগণের স্থাপত্যশৈলীতে দক্ষতার পরিচয় বহন করে। তাছাড়া হোগলা ইউনিয়নের নৃসিংহ জিউ আখড়া এবং ঘাগড়া ইউনিয়নে অবস্থিত রাজপাড়া মন্দির অত্র উপজেলার জনসাধারণের উন্নত ধর্মীয় সংস্কৃতির পরিচয় বহন করে। পাগল পন্থি করম শাহ্ এবং তার পুত্র টিপু শাহ্ এই উপজেলার লেটিরকান্দা গ্রামে ১৭৯২ সালে বসতি স্থাপন করেন এবং এই গ্রাম থেকেই পাগল পন্থি বিদ্রোহ ও কৃষক বিদ্রোহ পরিচালনা করেন।
এই উপজেলায় প্রায় ১৩০ একর বিশিষ্ট ঐতিহাসিক ও মনোরম রাজধলা নামক একটি বিল আছে। জনশ্রুতি আছে উক্ত বিলের পূর্ব পার্শ্বে তৎকালীন থানা গঠিত হওয়ায় অত্র থানার নামকরণ করা হয় পূর্বধলা থানা । পরবর্তীতে ১৯৮৩ সালে পূর্বধলা থানা পূর্বধলা উপজেলায় উন্নীত হয়।
এক নজরে পুর্বধলা উপজেলাঃ
আয়তন |
৩০৮.০৩ বর্গ কিঃমিঃ। |
জনসংখ্যা |
মোট জনসংখ্যা-৩,১০,৮৩৪ পুরুষ-৪৯.২৭%, মহিলা-৫০.৭৩%। মুসলমান-৯৪.৮০%, হিন্দু-৪.৮১%, বৌদ্ধ ও খৃষ্টান- ০.১৯% ও অন্যান্য-০.২০%। এখানে গারো ও হদি নামক দু’টি আদিবাসী সম্প্রদায় আছে। তাদের পরিবাবেব সংখ্যা- ৪৪৫টি। |
ভোটার |
মোট ভোটার-২,৫০,৭৫২ জন (১১/১০/২০২১) পর্যন্ত পুরুষ ভোটার: ১,২৮,৩০৭ (১১/১০/২০২১) পর্যন্ত মহিলা ভোটার:১,২২,৪৪৫ (১১/১০/২০২১) পর্যন্ত প্রাপ্ত র্স্মাট জাতীয় পরিচয় পত্র সংখ্যা: ২,৩৬,১০৩ বিতরণকৃত র্স্মাট জাতীয় পরিচয় পত্রের সংখ্যা: ১,৯৮,৪৬৮ অবিতরণকৃত র্স্মাট জাতীয় পরিচয় পত্রের সংখ্যা: ৩৭,৬৩৫
|
ঘনত্ব |
প্রতি বর্গ কিলোমিটারে ১০০৮ (প্রায়)। |
নির্বাচনী এলাকা |
১৬১, নেত্রকোণা-৫। |
ইউনিয়ন |
১১টি। ১) হোগলা ২) ঘাগড়া ৩) জারিয়া ৪) ধলামূলগাঁও ৫) পূর্বধলা ৬) আগিয়া ৭) বিশকাকূনী 8) খলিশাউড় ৯) নারান্দিয়া ১০) গোহালাকান্দা ১১) বৈরাটি। |
মৌজা |
২২৬টি। |
সরকারী হাসপাতাল |
১টি (উপজেলা স্বাস্থ্য কমপেক্স)। |
স্বাস্থ্য কেন্দ্র/ক্লিনিক |
উপস্বাস্থ্য কেন্দ্র-৩, পরিবার পরিকল্পনা কেন্দ্র-১১টি, কমিউনিটি ক্লিনিক-৩৩টি |
নদ-নদী |
কংস নদী, মোগরা নদী, সাপার নদী, কালীহর নদী, লাওয়ারী নদী, ধলাই নদী, সোয়াইনদী। |
মোট নদী | ০৯টি |
বিল | ৩৫টি |
হাওর | ০ |
পুকুর | ৮৩৩০টি |
হাট-বাজার((সাপ্তাহিক) |
৫৪টি। |
ব্যাংক |
৯টি। অগ্রণী ব্যাংক-১টি, সোনালী ব্যাংক-১টি, কৃষি ব্যাংক-৫টি, জনতা ব্যাংক -১টি ও গ্রামীণ ব্যাংক-১টি। |
প্রাথমিক বিদ্যালয় |
১৭৫টি |
নিম্ন মাধ্যমিক বিদ্যালয় |
০৩টি |
মাধ্যমিক বিদ্যালয় |
৩৮টি |
কলেজ |
৪টি |
শেখ রাসেল ডিজিটাল ল্যাব | ১০টি |
পোস্ট অফিস এর সংখ্যা | ৪৩ |
মাদ্রাসা |
১৪টি |
মসজিদ এর সংখ্যা | ৭৯৬টি
|
এতিমখানা | ০৩টি |
ঈদঁগাহ | ২২৫টি |
মন্দির | ৮৩টি |
গির্জা | ০৬টি |
শিক্ষার হার |
৪২.৮% |
গেস্ট হাউজ হাউজ |
জেলা পরিষদ ডাকবাংলো -০১টি |
আবাসিক হোটেল | ০ |
ব্রিক ফিল্ড | ০৫ টি |
ফায়ার সার্ভিস স্টেশন | ০১ টি |
ফিলিং স্টেশন | ০২টি |
অবকাঠামোগত |
মোট রাস্তা-৭৩১ কিঃ মিঃ, পাকা-৮৩কিঃ মিঃ, আধা-পাকা-১ কিঃ মিঃ, কাচা-৬৪৭ কিঃ মিঃ, ব্রীজ কালভার্ট-২৮৬৫ মিঃ। |
কৃষি |
আবাদ যোগ্য জমি-২৩,৪৩০ হেক্টর, আবাদী জমি-২৩,৪৫৫ হেক্টর গভীর নলকূপ-৫২টি, অগভীর নলকূপ-৭৮০০টি, এলএলপি-১৪২টি,নার্সারী-০৮টি, সার ডিলারঃ ১৮ জন, বীজ ডিলার-২৬জন, কীটনাশক ডিলার-১৮০জন, প্রধান কৃষি পণ্য-ধান ও রবিশস্য |
|
|
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস