উপজেলার ঐতিহ্যঃ
পূর্বধলা থানা স্থাপিত হয় ১৯১৭ সালে এবং ১৯৮৩ সালে এই থানা উপজেলায় রূপান্তরিত হয়। মোঘল আমল থেকেই অত্র উপজেলায় সংস্কৃতির ছোঁয়া লাগে। উক্ত সময়ে অত্র উপজেলার সোনাই কান্দা ও লালচাপুর গ্রামে নির্মিত মসজিদ দু’টি অত্র এলাকার জনগণের স্থাপত্যশৈলীতে দক্ষতার পরিচয় বহন করে। তাছাড়া হোগলা ইউনিয়নের নৃসিংহ জিউ আখড়া এবং ঘাগড়া ইউনিয়নে অবস্থিত রাজপাড়া মন্দির অত্র উপজেলার জনসাধারণের উন্নত ধর্মীয় সংস্কৃতির পরিচয় বহন করে। পাগল পন্থি করম শাহ্ এবং তার পুত্র টিপু শাহ্ এই উপজেলার লেটিরকান্দা গ্রামে ১৭৯২ সালে বসতি স্থাপন করেন এবং এই গ্রাম থেকেই পাগল পন্থি বিদ্রোহ ও কৃষক বিদ্রোহ পরিচালনা করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস