Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
রাজধলা বিল
স্থান

পূর্বধলা উপজেলা সদর

কিভাবে যাওয়া যায়

পূর্বধলা উপজেলা সদর হতে কি ভাবে যাওয়া যায়ঃ পূর্বধলা উপজেলা সদর সংলগ্ন উত্তর পশ্চিম কোণে অবস্থিত।

যোগাযোগ

0

বিস্তারিত

কালের চক্রে বসতি থাকলে প্রশাসনিক কারণে প্রজাদের সংগে সরাসরি যোগাযোগ প্রয়োজনে,খাজনা আদায়, শাসক শ্রেণীর  শোষনের পর্যায়কে কাছে টেনে আনার লক্ষ্যে ও মনোরম পরিবেশ লক্ষ্য করে ঘাগড়া জমিদারদের একাংশ স্থানান্তরিত হয়ে ধলা বিলের পূর্বও দক্ষিণ দিকে বসতি স্থাপন করে। ধলা নামে পরিচিত বিলের জল ও পরিবেশ সংরক্ষণের কারনে বা কৌলিনতা রক্ষার্থে জমিদারদের স্বেচ্ছাচারিতা ছিল প্রকট। তাই প্রজা সাধারণের ঐ বিলের পানি ব্যবহার ছিল নিষিদ্ধ। তাই ধলা শব্দের সংগে এই সুসং  জমিদার পরিবারের বৈবাহিক সুত্রে প্রাপ্ত রাজা উপাধিটি সংযুক্ত হয়ে বিলের নাম করণ হয় রাজধলা। বিলটি এখন পর্যন্ত রাজধলা বিল নামেই পরিচিত।