নামকরণঃএই উপজেলায় প্রায় ১৩০ একর বিশিষ্ট ঐতিহাসিক ও মনোরম রাজধলা নামক একটি বিল আছে। জনশ্রুতি আছে উক্ত বিলের পূর্ব পার্শ্বে তৎকালীন থানা গঠিত হওয়ায় অত্র থানার নামকরণ করা হয় পূর্বধলা থানা । পরবর্তীতে ১৯৮৩ সালে পূর্বধলা থানা পূর্বধলা উপজেলায় উন্নীত হয়।
ভৌগোলিক অবস্থানঃপূর্বধলা উপজেলা ৯০˙ ২৯˝ পূর্ব দ্রাঘিমাংশ হতে ৯০˙ ৪৪˝ পূর্ব দ্রাঘিমাংশ এবং ২৪˙ ৪৮˝ দক্ষিণ অক্ষাংশ হতে ২৫˙ ০২˝ দক্ষিণ অক্ষাংশে অবস্থিত। এই উপজেলার উত্তরে নেত্রকোণার দুর্গাপুর উপজেলা এবং ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলা ,দক্ষিণে ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলা,পূর্বে নেত্রকোণার সদর উপজেলা,পশ্চিমে ময়মনসিংহ জেলার ফুলপুর ও হালুয়াঘাট উপজেলা।
উপজেলার ইতিহাসঃ পূর্বধলা থানা স্থাপিত হয় ১৯১৭ সালে এবং ১৯৮৩ সালে এই থানা উপজেলায় রূপান্তরিত হয়। মোঘল আমল থেকেই অত্র উপজেলায় সংস্কৃতির ছোঁয়া লাগে। উক্ত সময়ে অত্র উপজেলার সোনাই কান্দা ও লালচাপুর গ্রামে নির্মিত মসজিদ দু’টি অত্র এলাকার জনগণের স্থাপত্যশৈলীতে দক্ষতার পরিচয় বহন করে। তাছাড়া হোগলা ইউনিয়নের নৃসিংহ জিউ আখড়া এবং ঘাগড়া ইউনিয়নে অবস্থিত রাজপাড়া মন্দির অত্র উপজেলার জনসাধারণের উন্নত ধর্মীয় সংস্কৃতির পরিচয় বহন করে। পাগল পন্থি করম শাহ্ এবং তার পুত্র টিপু শাহ্ এই উপজেলার লেটিরকান্দা গ্রামে ১৭৯২ সালে বসতি স্থাপন করেন এবং এই গ্রাম থেকেই পাগল পন্থি বিদ্রোহ ও কৃষক বিদ্রোহ পরিচালনা করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস