Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

দর্শনীয় স্থান

পুর্বধলা উপজেলার উল্লেখযোগ্য স্থান /স্থাপনাঃ

 

 

 

রাজধলা বিলঃপূর্বধলা উপজেলার ... ১৩০ একর আয়তন বিশিষ্ট বৃহদাকৃতির রাজধলা বিল অবস্থিত। উক্ত বিলটির বিশেষত্ন হচেছ সারা বছরই উক্ত বিলে পানি একই রকম থাকে, কোন কম বেশী হয় না । আরও একটি বিশেষতব হচেছ এই বিলে কোন কুচুরীপানা জন্ম নেয় না। উক্ত বিলের প্রাকৃতিক সৌন্দর্য চোখ জুড়ানো। প্রকৃতি প্রেমীদের নিকট এই স্থানটি একটি অবর্ণনীয় স্থান ।

 

 

বাগবেড় ভাদুরী রাজবাড়ীঃ

উপজেলা সদর হতে ৩ কিঃ মিঃ দূরে বাগবেড়ে ভাদুরী রাজপাড়া ইতিহাসের স্বাক্ষী হয়ে আজও মাথা তুলে আছে। ভারতের বিখ্যাত চলচিত্র অভিনেতা, অমিতাভ বচচনের স্ত্রী জয়া ভাদুরীর পূর্ব পুরুষরা অত্র অঞ্চলের জমিদার ছিনেল । উক্ত ভাদুরী পরিবার ময়মনসিংহে বসবাস করতে এবং অত্র এলাকার জমিদারী দেখাশুনার সময় বাগবেড় ভাদুরী রাজবাড়ীতে অবস্থান করতেন।এছাড়া পূর্বধলা উপজেলার অন্যান্য  উলেখযোগ্য স্থান/স্থাপনার মধ্যে শ্যামগঞ্জ বাজার, জারিয়া রেল স্টেশন, পূর্বধলা রাজবাড়ী, নৃসিংহ জিউর আখড়া, সোনাই কান্দা মসজিদ ও লালচাপুর   মসজিদ  ও লেটিরকান্দা পাগল বাড়ী ।

সাংস্কৃতিক প্রতিষ্ঠানঃপাবলিক লাইব্রেরী ১, গ্রামীণ ক্লাব ৩৫, সিনেমা হল ৫, মহিলা সংগঠন ১, খেলার মাঠ- ১২।.